যুক্তরাষ্ট্রে জাতীয় মেধা তালিকায় প্রথম বাংলাদেশি মাহজাবিন

তাইয়্যাবা মাহজাবিন সাদিয়া
তাইয়্যাবা মাহজাবিন সাদিয়া
নিজস্ব প্রতিবেদক:
 
যুক্তরাষ্ট্রের দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেষ্টার সিটির চেনি টেক টেকনিকাল হাইস্কুলের ছাত্রী তাইয়্যাবা মাহজাবিন সাদিয়া সম্মিলিত জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান (ভেলেডেকটেরিয়ান) অর্জন করে হাইস্কুলে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে।
 
তাইয়্যাবা মাহজাবিন সাদিয়া বাংলাদেশ কমিনিউটির পরিচিত মুখ তৌফিকুল আম্বিয়া টিপু এবং রেজিয়া বেগমের প্রথম সন্তান। সাদিয়ার পিতা তৌফিকুল আম্বিয়া টিপু কানেকটিকাট স্টেট জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি এবং বর্তমান আহবায়ক, সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র (নিউইয়র্ক) বর্তমান সাধারন সম্পাদক এবং ওয়ালিংফোর্ড বেন্গল লায়ন্স ক্লাবের বর্তমান সাধারন সম্পাদক।
 
সাদিয়া তার এ ফলাফলের জন্য স্কুল শিক্ষক এবং পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতে ইউনিভার্সিটি অব কানেকটিকাট থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে মানুষের সেবা করতে চান। সাদিয়ার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ার গাঁও গ্রামে।

এমডি/এমএইচ/বাংলাবার্তা