সাত বছর ধরে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ, এখনো পদ ছাড়তে নারাজ

167
গাজী সিরাজ
গাজী সিরাজ
গাজী সিরোজ। সভপতি চট্টগ্রাম মহানগর ছাত্রদল। সাত বছর ধরেই রয়েছেন এ পদে। এ দীর্ঘ সময়ে গাজী সিরাজ নগর ছাত্রদলের সভাপতি পদ নিয়ে বসে নেই। এরই মধ্যে হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক। দীর্ঘদিন পর নগর ছাত্রদলের নতুন কমিটি গঠনের কার্যক্রম হাতে নিয়েছে হাইকমান্ড। নতুন যে আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন রয়েছে সে কমিটিতেও থাকতে চান গাজী সিরাজ।
 
এ বিষয়ে জানতে চাইলে গাজী সিরাজ বলেন, আমি চাই নতুন এবং পুরাতনদের দিয়ে কমিটি হোক। এখানে যারা বিবাহিত ও অছাত্র তাদেরও দলের জন্য অবদান আছে। তারা তাদের যৌবন কাটিয়েছে ছাত্রদলের জন্য। তাই তাদেরও মূল্যায়ন করা জরুরী।
 
তিনি আরো বলেন, প্রয়োজনে আমাদের কমিটি পূর্ণাঙ্গ করা হোক। যেন পুরাতন যারা আছেন তারা দলের নেতৃত্বে আসতে পারে। না হয় ২০০০ ব্যাচ ধরে বিবাহিত ও অবিবাহিতদের সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটি করা হোক। প্রয়োজনে সেটি করার তিন মাস পর নতুন কমিটি করার দাবি জানাচ্ছি।
 
জানা গেছে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলে কমিটি গঠন করা হয় ২০১৩ সালের ১৯ জুলাই। এক বছরের জন্য ১১ সদস্যের ওই কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু কমিটি গঠনের ৭ বছর পার হলেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি বর্তমান কমিটি। আবার বর্তমান কমিটির সভাপতি গাজী সিরাজ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সহ-সভাপতি মাইনুদ্দিন শহীদ, ফজলুল হক সুমন, জসিম উদ্দিন চৌধুরী ও জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, আলী মর্তুজা খান, মোশারফ হোসেনসহ বেশির ভাগ নেতাই বিবাহিত।
 
চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সিরাজ উল্লাহ দায়িত্ব পালন করছেন নগর ছাত্রদলের সভাপতি হিসেবে। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক পদেও রয়েছেন তিনি। নগরীর বাকলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদে দায়িত্বে থাকলেও সম্প্রতি ওই পদ থেকে অব্যাহতি নিয়েছেন এই বিএনপি নেতা।
 
এ বিষয়ে জানতে চাইলে নগর ছাত্রদলের একাধিক নেতা-কর্মী বলেন, একটি কমিটি ১৩ বছর, অন্য কমিটি ৭ বছর। যার কারণে এখানে নেতারা তাদের ক্ষমতা ছাড়তে চায়না। আর দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার কারণে নেতার কাছে কর্মীদের মূল্যায়ন থাকেনা। কর্মীরা সব সময়ই অবহেলার স্বীকার হয়। আর নেতৃত্ব উঠে আসতে এক দশক লেগে যায়। আমরা চাই নির্দিষ্ট সময়ে নতুন কমিটি ঘোষণা করে সেখানে ছাত্রদের স্থান দেয়া হোক।
 
এ বিষয়ে জানতে চাইলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. বখতেয়ার উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এক জায়গা থাকলে সে জায়গার কদর কমে যায়। নেতৃত্ব ভেঙ্গে পড়ে। নতুন নেতৃত্ব উঠে আসেনা। কর্মীদের মূল্যায়ন থাকেনা। নেতৃত্ব উঠে আসতে হলে নির্দিষ্ট সময়ে কমিটি দেয়া বাধ্যতামূলক। আর কমিটি দীর্ঘদিন স্থায়ী হলে নতুন নেতৃত্ব পঙ্গু হয়ে যায়। আর যেহেতু এটি ছাত্র সংগঠন সেহেতু এখানে ছাত্রদের স্থান দেয়া জরুরী। অছাত্র ও বিবাহিতরা নেতৃত্বে আসলে সেখানে ছাত্রদের মূল্যায়ন থাকেনা। বর্তমান এবং সাবেক ছাত্রদের মধ্যে তো একটা দৌরাত্ম্য থাকেই।
এসএস/এমএইচ/বাংলাবার্তা