Sunday, November 16, 2025
Homeবিভাগচট্টগ্রামবায়েজিদ থানা ছাত্রলীগের বৃক্ষরোপণ

বায়েজিদ থানা ছাত্রলীগের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:
 
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নির্দেশনায় নগরীর বায়েজিদ থানাধীন বিভিন্ন বিদ্যালয়, মসজিদের আঙ্গিনায় ও কবরস্থান প্রাঙ্গণে গাছের চারা রোপন করেছে বায়েজিদ থানা ছাত্রলীগ। এসময় তারা বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করেন। তাদের এই কার্যক্রম বিভিন্ন ওয়ার্ডে চলমান থাকবে বলে জানান ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ।
 
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নগরীর বায়জিদনাধীন বিভিন্ন ওয়ার্ডে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগে নেতা শেখ নিয়াজ উদ্দীন আহমেদ (ফাহাদ),তৌহিদুল ইসলাম সুমন, ও বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাবু, সায়েদুল আনোয়ার, শওকত ওসমান,আহম্মেদ রাব্বী, দেলোয়ার, অপু চৌধুরী প্রণয়, শামীম মুন্সী, সামির জোটন,ইকবাল মীর,আরমান,নিপু,খোকন, জহির, রিদোয়ান, সোহেল, ইফতেখার আহমেদ প্রভাত,মুনতাসীর মাশহুর ফাহিম,সুলতান মোহাম্মদ জুনায়েদ,ইশতিয়াক তাজুয়ার, ইমন, জাহিদ,রানা, আরমান হোসাইন শশী,মোঃমামুন হোসেন খাঁন,মোঃফয়সাল আহমেদ সাকিব,মোঃমঈয়েস উদ্দীন রাতুল,মোঃইমন, অন্তর, সাজীব,হৃদয়,শাকিল প্রমুখ।
এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments