হেফজখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক:
 
করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও বিশেষ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শুধু হেফজখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেটা আগামীকাল মন্ত্রিপরিষদ সচিবের পক্ষ থেকে লিখিত প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। তবে কবে থেকে মাদরাসাগুলোকে ক্লাস শুরু হবে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি।
 
গত বৃহস্পতিবার (২ জুলাই) বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার (জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডে) পক্ষ থেকে সাইখুল হাদিস ড. মুশতাক আহমেদ, বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়ার মহাসচিব মুফতি মোহাম্মদ আলী, শায়খুল হাদিস মাওলানা ইয়াহিয়া মাহমুদ ও তেজগাঁও রেলস্টেশন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান লিখিত আবেদন পেশ করেন। তাদের এ আবেদনের প্রেক্ষিতে হেফজুল কোরআন বিভাগের শিক্ষার্থীদের কল্পনাতীত ক্ষতির কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 
এ বিষয়ে মুফতি মোহাম্মদ আলী জানিয়েছেন, আমরা গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট লিখিত আবেদন করি। তিনি আমাদেরকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এরই প্রেক্ষিতে আজ (০৭ জুলাই) আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী দেশের সকল মাদ্রাসায় হিফজুল কুরআন বিভাগ খুলে দেওয়ার মৌখিক অনুমতি দিয়েছেন। এ বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আসাদুজ্জামান খান কামাল।
 
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সম্পর্কে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হবে। পরে কওমি মাদরাসার বোর্ডগুলো বসে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের সকল ওলামায়ে কেরাম।

এসএস/এমএইচ/বাংলাবার্তা