ধর্ষণ বিরোধী আন্দোলনে পুলিশের বাধা!

নিউজ ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে কালো পতাকা নিয়ে গণ জমায়েত করেছে ছাত্র ইউনিয়ন। এসময় ‘ধর্ষকদের শাস্তি দাও, নয়তো গদি ছেড়ে দাও’ ‘যে রাষ্ট্র ধর্ষক পোষে, সে রাষ্ট্র চাই না’, ‘ধর্ষক লীগের আস্তানা, জ্বালিয়ে দাও; পুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘নিপীড়ন বিরোধী ছাত্র জনতা’র ব্যানারে এ কর্মসূচির পালন করেন তারা।

এদিন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা।

পরে জাতীয় জাদুঘরের সামনে থেকে কালো পতাকা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রদক্ষিণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাত্রা শুরু করলে পরিবাগ মোড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধার সম্মুখীন হন তারা। এসময় পুলিশের সাথে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিকালে ছাত্র ইউনিয়ন বেশ কয়েকজন আহত হন।

এদিকে পুলিশি বাধার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শাহবাগ মোড়ে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন।

এমএইচ/বাংলাবার্তা