মোস্তাফিজুর রহমান বাবু
সেই ভোরের পাখিগুলো অদ্য
দেখা হয়নি বড্ড।
কেন নামাজের তরে?
নিদ্রা ভেঙে দিলে না মোরে
আগে আজান হলে,
জাগিয়া দিতে ভোরে।
কেন আজি গেলে দূরে?
কহিতা যবে
আজান হলো সবে,
উঠ গো বাবু জেগে
যায় মসজিদে বেগে।
এই প্রীতিপ্রদ নাড়ি
সাশ্রুনয়নে বারি ছাড়ি,
রাগত যাতনায় পুড়ি।
অন্তর্দাহে ভাবিয়া যাই আমি
রত্নখচিত নামাজ দামি।
কুহেলিকার ভোরে
নভো দিনে তোমারি সনে,
হেনকালে মসজিদের পানে-
যাওয়া হতো সখা
আমায় বিনে যেও না একা।
আবার হবে দেখা
এই মোর আশা।
ধরি হাতে হাত
হিংসা-বিদ্বেষ বাদ।
প্রতিহিংসা পরিহরে,
ভ্রাতৃত্বের বন্ধনে
পড়ব নামাজ-
জামাতেরি সনে।
এই হোক মোদের অঙ্গীকার
নামাজ ছাড়ব না আর,
নামাজ ছাড়ব না আর।
[মোস্তাফিজুর রহমান বাবু মহেশখালী উপজেলার, মাতারবাড়ীর ব্যবসায়ী দেলোয়ার হোছাইনের কনিষ্ঠ ছেলে]