ইরানের মাথা ব্যথার কারন হতে পারে ইসরাইলের গোয়েন্দা স্যাটেলাইট

আন্তর্জাতিক ডেস্ক:
 
 
ইসরাইল ফিলিস্তিন ও ইরানের মতো শত্রুদের নিরীক্ষণের জন্য তারা গোয়েন্দা নজরদারি ক্ষমতা সম্পন্ন কৃত্রিম ভূ উপগ্রহ তৈরি করেছে। যেটি ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য একটি বড় হুমকি হিসাবে বিবেচনার কারন হতে পারে।
 
ওফেক ১৬ নামে পরিচিত এই উপগ্রহটি সোমবার সকালে ইসরায়েলের একটি স্টেশন থেকে স্থানীয়ভাবে বিকশিত শভিট রকেট দ্বারা নিক্ষেপ করা হয়। এই প্রযুক্তি পূর্ববর্তী ওফেক ভার্সনের উপগ্রহ উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়েছিল।
 
প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, “আমরা প্রতিটি স্থানে, প্রতিটি স্থানে ইস্রায়েলের সক্ষমতা জোরদার এবং বজায় রাখব।”
 
প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেক দাবি করা হয় ওফেক 16 উন্নত ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিন-অপটিক্যাল উপগ্রহ । তারা আরও দাবি করে স্যাটেলাইট থেকে প্রথম চিত্রগুলি এক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে।
 
এই গোয়েন্দা স্যাটেলাইট তৈরিতে প্রধান ঠিকাদার প্রতিষ্ঠান ছিল ইসরাইলের সরকারি মালিকানাধীন ইসরাইল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএসআরএআইএল) এবং এই প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান ছিল এলবিট সিস্টেম ।

এসএস/এমএইচ/বাংলাবার্তা