আন্তর্জাতিক ডেস্ক:
পূর্ব আফগানিস্তানের শহর জালালাবাদে একটি কারাগার প্রাঙ্গণে হামলা করে আইএস। এসময় হামলাকরী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষের হলে ব্যাপক হতাহত হয়।
স্থানীয় সূত্রে বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে যে হামলাকারীরা প্রাথমিকভাবে কারাগার প্রাঙ্গণে অবস্থান নেয়। পরে দুটি ছোট বিস্ফোরণ ঘটিয়ে সরকারি বাহিনীর বিস্ফোরকবাহী একটি গাড়িতে বোমা বিস্ফোরণ করে। তারপর হামলাকারীদের সাথে কারাগারের নিরাপত্তায় নিয়োজিত আফগান পুলিশের সাথে তুমুল লড়াই হয়।
আর এই হামলায় কমপক্ষে তিনজন নিহত ও ২৪ জন গভীর ক্ষত নিয়ে আহাত হয়েছে। এ সম্পর্কে আফগান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এক বিবৃতিতে বলেন, ” কমপক্ষে তিন জন নিহত হয়েছেন এবং ২৪ জন আহত হয়েছেন ।
আফগান গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে এই হামলার ঘটনার পর তারা নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে একটি বিশেষ অভিযান চালিয়ে আইএস এর একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করে।
অন্যদিকে আইএস নিয়ন্ত্রিত আমাক সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে
আফগান শহর জালালাবাদে হামলার দায় স্বীকার করেছে আইএস ।
সূত্র: রয়টার্স
এসএস/এমএইচ/বাংলাবার্তা