৯০০ কর্মী ছাটাই করায় নিজেও হারালেন চাকরি

অনলাইন ডেস্ক: অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন সংস্থা বেটার ডটকমের সিইও বিশাল গর্গ। ভারতীয় বংশোদ্ভূত এ কর্মকর্তা তিন মিনিটের জুম মিটিংয়ে ৯০০ জন কর্মীকে ছাটাই করে বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছিলেন।

বিতর্কের মুখে পড়ে নিজের ভুল স্বীকার করেন বিশাল গর্গ। তবে বিতর্ক তাকে কোনোভাবেই পিছু ছাড়েনি। সেই জেরেই এবার বিশালকে হারাতে হলো চাকরি।
ডিজিটাল মর্টগেজ সংস্থা বেটার ডটকমের একটি মেইলের বরাত দিয়ে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, বিশাল গর্গ কাজ থেকে অব্যাহতি নিয়েছেন। তার জায়গায় দায়িত্ব সামলাবেন চিফ ফিনান্সিয়াল অফিসার কেভিন রায়ান। সংস্থার দৈনন্দিন সিদ্ধান্ত নেয়া থেকে শুরু করে বোর্ড অফ ডিরেক্টর্সকে রিপোর্ট করবেন রায়ান।
চলতি সপ্তাহের শুরুতে খারাপ পারফরম্যান্সের অজুহাতে তিন মিনিটের জুম মিটিংয়ে একসঙ্গে সংস্থার ৯০০ কর্মীকে ছাঁটাই করে আলোচনায় আসেন বিশাল। পরে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় নিন্দার ঝড়।

আরও পড়ুন যুক্তরাষ্ট্রে ৭ র‍্যাব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, বেটার ডটকম ২০১৬ সালে তৈরি হয়। এর সদর দফতর নিউইয়র্কে। এ সংস্থা অনলাইনে মর্টগেজ লোন ও বিমার বন্দোবস্ত করে থাকে। শেয়ার বাজারে নিবন্ধনকৃত বেটার ডটকমের বর্তমান সম্পত্তির পরিমাণ ৭৭০ কোটি মার্কিন ডলার।

এমডি/এমএইচ/বাংলাবার্তা