প্রধানমন্ত্রীর বেতন দিয়ে চলেনা সংসার,তাই পদত্যাগ চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

64

আন্তর্জাতিক বার্তাঃ

প্রধানমন্ত্রীর সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাই তিনি আগামী বসন্তে পদত্যাগ করতে চান।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রো ও দ্য মিরর এর সূত্রে বরিসের দল কনজার্ভেটিভের কিছু এমপি এ তথ্য দিয়েছেন।

জানা যায়,” গত বছর জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে বরিস জনসন বর্তমান উপার্জনের চেয়ে অনেক বেশি আয় করতেন। প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের বার্ষিক আয় এক লাখ ৫০ হাজার ৪০২ পাউন্ড। অথচ প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি পত্রিকায় কলাম লিখতেন। সেমিনারে বক্তব্য করতেন। এতে তিনি মাসে আয় করতেন ২৩ হাজার পাউন্ড। সে হিসেবে তার বার্ষিক আয় ছিলো দুই লাখ ৭৬ হাজার পাউন্ড।”

সংবাদমাধ্যম মিররে বলা হয়, বরিস জনসন কখনো এক মাসে দুটি সেমিনারে বক্তব্য দিয়ে আয় করেছিলেন এক লাখ ৬০ হাজার পাউন্ড।

তবে হোয়াইটহল সূত্র সংবাদমাধ্যমকে বলেছে, পদত্যাগের আগে আরও ছয় মাস অপেক্ষা করতে চান প্রধানমন্ত্রী। যাতে তিনি ব্রেক্সিট পুরোপুরি সম্পন্ন করতে পারেন এবং মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে যুক্তরাজ্যকে রক্ষা করতে পারেন।

এফএম/বাংলাবার্তা