জিতাশ্বরী ঢনঢনিয়া অনার্স এসোসিয়েশনের নেতৃত্বে মুকিব-নাঈম

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে তরুণদের সংগঠন ‘জিতাশ্বরী ঢনঢনিয়া অনার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনটির ২০২৩-২৪ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মাহমদুল হাসান মুকিবকে সভাপতি, আবু নাঈমকে সাধারণ সম্পাদক ও কাইয়ুম আহমদকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মফিজ উদ্দিন, রহুল আমিন, লেবু,  প্রতিষ্ঠাতা সভাপতি খালেদ মাসুদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সভাপতি আরিফ রাজু সহ ৬নং ওয়ার্ডের অনার্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, সৃষ্টিশীল কাজের ধারা অব্যাহত রাখতে নতুন কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন সংগঠনে কাজ করার সুযোগ হলেও নিজ গ্রামের সংগঠনে কাজ করা হয়নি। এ সংগঠন এলাকার শিক্ষিত তরুণদের উদ্যমী করার পাশাপাশি এ অঞ্চলের  মানুষের পাশে থাকবে।

২০১৮ সালে অনার্সে অধ্যায়রত একদল শিক্ষার্থীদের হাত ধরে গঠিত হয়েছিল ‘জিতাশ্বরী ঢনঢনিয়া অনার্স এসোসিয়েশন’।

সংগঠনের বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ:
স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষা সেমিনার ও ক্যারিয়ার আড্ডা। বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতা। এলাকার দ্ররিদ্র শিক্ষার্থীদের জন্য স্থায়ী শিক্ষাবৃত্তির ঘোষণা। প্রতিবছর ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন অভিযান। দরিদ্র ও এতিমদের নিয়ে ইফতার মাহফিল। এতিমদের জন্য বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় অনুদান। অসহায়দের ত্রাণ ও উপহার প্রদান। দ্ররিদ্র পরিবারকে বিশেষ সহায়তা প্রদান।করোনাকালীন পরিস্থিতিতে নগদ অর্থ প্রদান ও ত্রাণ বিতরণ।