Sunday, November 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসফুডপ্যাক্ট ফটোগ্রাফি কন্টেস্ট’র ফলাফল ঘোষণা

ফুডপ্যাক্ট ফটোগ্রাফি কন্টেস্ট’র ফলাফল ঘোষণা

চবি প্রতিনিধিঃ
 
হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘ফুডপ্যাক্ট ফটোগ্রাফি কন্টেস্ট’ এর ফলাফল ঘোষণা করা হয়েছে।
 
গতকাল (১ অক্টোবর)।সন্ধ্যায় সংগঠনটির ফেইসবুক পেইজ থেকে একটি লাইভ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
 
এই প্রতিযোগিতায় লাদেশের ২৫ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে ভারত এবং যুক্তরাজ্য থেকেও প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
 
গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায়, এসডিজির সুনির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে ছবি জমা দিতে বলা হয়।
 
শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে পাবলিক ভোটিং ও বিচারক প্যানেলের রায়ের মধ্য দিয়ে ‘টপ ১৮’ নির্বাচিত করা হয়, যাদের মধ্য থেকে জয়ী হওয়ার গৌরব অর্জন করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদমান আলম।দীপ্ত দে এবং অমিতাভ সেন যথাক্রমে প্রথম রানার-আপ এবং দ্বিতীয় রানার-আপের স্থান অর্জন করতে সক্ষম হন।
 
এছাড়া প্রতিযোগিতায় ‘অনারেবল মেনশন’ হিসেবে ইসতিয়াক আহমেদ এবং নুসরাত বিনতে রেজার নাম ঘোষণা করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী প্রফেসর আনামুল হক।আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপস্থাপিত ছবিগুলো দেখতে পেরে আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হয়েছে।
“ছবিগুলো যেমন এসডিজির লক্ষ্যমাত্রাগুলোকে তুলে ধরে, ঠিক তেমনি আমাদের নিজেদের গল্পগুলোকেও তুলে ধরতে সক্ষম হয়েছে। ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার গুরুত্ব ও আহবানই যেন ব্যক্ত হয়েছে ছবিগুলোতে।
 
 
এসময় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চবি ফটোগ্রাফার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ মাসুদ এবং ‘আর্টে ভিসিভা’র প্রতিষ্ঠাতা ও ব্যাবিলন গ্রুপের নির্বাহী অফিসার সাদমান সাকিব।
 
এসময় প্রতিযোগীদের উদ্দেশ্যে সাদমান সাকিব বলেন, “বিশ্বের সকল প্রভাববিস্তারকারী আন্দোলনের পিছনে ছিলো ফটোজার্নালিজমের এক বিশাল ভূমিকা।আমি আশা করবো, যেসব উদীয়মান ও প্রতিভাবান ফটোগ্রাফারদেরকে হাল্ট প্রাইজ একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, তারা যেন তাঁদের এই প্রতিভাকে বিকশিত করে এবং এগিয়ে নিয়ে যায়।”
 
এফএম/বাংলাবার্তা
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments