প্রস্তুত কক্সবাজার ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প
খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প
মুহাম্মদ আব্দুল্লাহ:
 
কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পরিবার পুনর্বাসন করার জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন অত্যাধুনিক ফ্ল্যাট ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প’ নির্মান কাজ সমাপ্ত হয়েছে। এ প্রকল্পের আওতায় ৪ হাজার ৪০৯টি জলবায়ু উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসন করা হবে।
 
বৃহস্পতিবার ( ২৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিকভাবে ৬০০ পরিবারের কাছে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অত্যাধুনিক ফ্ল্যাট হস্তান্তর করবেন বলে জানা গেছে।
 
জলবায়ু উদ্বাস্তু পরিবার পুনর্বাসন বিশ্বে এটিই প্রথম উদ্যোগ। এর ফলে সাড়ে ৪ হাজার পরিবার মাথা গুজার ঠাঁই পাবে। এতে অত্যাধুনিক সব নাগরিক সুবিধা থাকবে।
 
এমএম/ এমএইচ/ বাংলাবার্তা