হালদায় ৬ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৩ টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। এছাড়াও জব্দ করা হয়েছে ৬ হাজার মিটার ভাসা জাল।

রোববার (৯ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, হালদা নদীর নয়াহাট থেকে হালদার মুখ (কর্ণফুলী নদীর শুরু) পর্যন্ত অভিযান চালিয়ে ৩ টি ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার সরঞ্জাম ও ৬ হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়েছে। আটককৃত নৌকা রামদাশহাট নৌপুলিশ ফাঁড়ির জিম্মায় রয়েছে।

অভিযানে সহযোগিতা করেন নৌপুলিশ ও আইডিএফের সদস্যরা। নৌপুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আইডিএফ মৎস কর্মকর্তা রাশেদুল হাসান ও সেচ্ছাসেবী রোশনগির উপস্থিত ছিলেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিদুল আলম বলেন, অভিযানে ৩ টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। এছাড়াও ৬ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়। হালদা নদীর জীব বৈচিত্র্য রক্ষায় আরও কঠোর হবো। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা