নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বালুচরা এলাকার তুফানি রোডে বখতেয়ার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে অন্তত দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মিরা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবির হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ পরে জানানো হবে।
তবে এমন কনকনে শীতের মধ্যে শেষ আশ্রয়স্থলটুকু হারিয়ে যে বিপাকে পড়েছেন নিম্নবিত্ত বস্তিবাসী, এতে কোনো সন্দেহ নেই। কোথায় হবে তাদের ঠাঁই, কিভাবে কাটিয়ে উঠবেন এ নিঃস্ব অবস্থা থেকে, সেটাই এখন বড় প্রশ্ন।
এমএ/এমএইচ/বাংলাবার্তা