ভর্তিচ্ছুদের সহযোগিতায় চবির ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদের সহযোগিতায় নানা উদ্যোগ নিয়েছে চবি ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় তারা পানি, কলম, মাক্সসহ ‘জয় বাংলা বাইক’ সুবিধা প্রদানের মাধ্যমে ভর্তিচ্ছুদের সহযোগিতা করে যাচ্ছে।

ভর্তি পরীক্ষার শুরু থেকে (১৬ মে) এই সহযোগিতা অব্যাহত রেখেছে তারা।

এ বিষয়ে পদবঞ্চিত ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে  চবি পদবঞ্চিত নেতৃবৃন্দগণ দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ। আমরা দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থী ও অবিভাবকের সহযোগিতা লক্ষ্যে সহয়তা ও তথ্য কেন্দ্র প্রতিস্থাপন করেছি।এছাড়াও  আবাসন ব্যবস্থা, শিক্ষা উপকরণ (কলম, মাস্ক, পরীক্ষার ফাইল), বিশুদ্ধ পানি ও লিফলেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মানচিত্র, শাটল ট্রেনের সময়সূচি বিতরণ করছি। নিজেদের উদ্যেগে জয় বাংলা বাইক সার্ভিস প্রদানের মাধ্যমে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি৷

মূলত চবি ক্যাম্পাস আকারে বেশ বড় ও পরীক্ষা কেন্দ্রগুলো দূরে দূরে ছড়িয়ে থাকার কারণে ভর্তি পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীদের বেশ বেগ পেতে হয়। প্রায়শই কিছু সংখ্যক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে পারেন না বিধায় তাদের পরীক্ষা বাতিল হয়ে যায়। কিন্তু চবিতে আসা পরীক্ষার্থীদের এই সংকট নিরসনে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ সেবা দিচ্ছেন তারা। এর মাধ্যমে তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বিঘ্নে ভর্তিচ্ছুদের স্ব স্ব কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।

পদবঞ্চিত ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ আট বছর ধরে আমরা সংগঠনের জন্য কাজ করার পরও তারা আমাদেরকে পদবঞ্চিত করে আমাদের সাংগঠনিক কাজ থেকে বিরত রাখতে চেয়েছিলো ও মুজিব আদর্শ থেকে বিচ্যুত করতে চেয়েছিলো। তবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে, আমাদের সাংগঠনিক কাজের মাধ্যমে সংগঠনের সুনাম ও অবিচ্ছিন্ন যাত্রা অক্ষুণ্ণ রাখবো৷

এইসব কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সজীব, মামুন, বাদল, ওয়াহিদ, বেলাল, সিয়াম, ছানা, পাঠান, মাহির, আরমান, তুষার, জামশেদ, শাকিল, ফারাবি, ফারহান, রাশেদ সহ আরোও অনেকে৷