চবিতে লজেন্স নিবেদিত ‘রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে বিসিএস বিষয়ক সেমিনার ‘রোড টু বিসিএস’। লজেন্স এর উদ্যোগে চিটাগং ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের (সিইউসিসি) আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ‘লজেন্স’ একটি চাকরি প্রস্তুতিমূলক এন্ড্রয়েড অ্যাপ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে সিউসিসি মডারেটর আফজালুর রহমান এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

চট্টগ্রাম বিশ্ববিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, বিবিএ অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফিনান্স), পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী, মোহাম্মদ আব্দুল্লাহ ইউসুফ (ডেপুটি কমিশনার – ট্যাক্স, ট্যাক্স জোন – ১, চট্টগ্রাম ), হিমাদ্রি খিসা (সিনিয়র এসিস্ট্যান্ট কমিশনার, চট্টগ্রাম), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান পাভেল ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবের নেতৃবৃন্দ।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, তোমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, স্বপ্ন দেখতে হবে তোমাদের। কোনো রকমের ভয় ভীতি না, সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকবে ।তিনি আরও বলেন, এ বছরে আমরা এডুফেয়ারের আয়োজন করবো।

বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য বেনু কুমার দে বলেন , পেশার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত আমরা সবাই বিসিএস ক্যাডার হবো না, যে যেখানেই থাকি পেশার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। যে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা থাকে সে জানি কখনো উন্নতি লাভ করতে পারে না। আসুন দেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি।

অনুষ্ঠানের মূল বক্তা মুহাম্মাদ আনোয়ার পাশা (অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম) বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, আমাদের স্বার্থকতা হচ্ছে মানুষ হয়ে মানুষের মাঝে বেঁচে থাকা। একটা প্রফেশন হিসেবে সিভিল সার্ভিসে তোমাদেরকে স্বাগতম, তার আগে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুসরাত নিম্মি, জামিল নওশান, জেবা হুমায়রা ও সাদিয়া ইসলাম মৌ।

এমএইচ/বাংলাবার্তা