Sunday, November 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসচবি নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

চবি নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ২০২২-২৩ সেশনের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে সংগঠনটি।

সভায় সদস্যদের মতামতে সভাপতি মনোনীত হন চবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহিবা জান্নাত রিপা এবং সাধারণ সম্পাদক মনোনীত হন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শেখ সাদী।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি মনোনীত হন অমিত ফকির, অনিক রায় ও আকাশ চৌধুরী। যুগ্ন-সাধারণ সম্পাদক রায়হান শেখ ও আবিদ হাসান জয়। সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মিজান, সুমা আক্তার তামান্না এবং ফারিয়া আহমেদ মিলি। দফতর সম্পাদক সিয়াম খাঁন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শেখ সাদী বলেন, দীর্ঘদিন ধরে অ্যাসোসিয়েশনে কাজ করে আসছি। আমাদের এখনো বেশকিছু সমস্যা আছে, যেগুলো সমাধান করা প্রয়োজন। আমরা ধীরে ধীরে সকল সীমাবদ্ধতা কাটিয়ে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

নবগঠিত কমিটির সভাপতি শাহিবা জান্নাত রিপা বলেন, আমার উপর যেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এ দায়িত্ব পালনের জন্য সবার সহযোগীতা কামনা করছি। আমি চেষ্টা করবো অ্যাসোসিয়েশনকে ভালো কিছু উপহার দেওয়ার।

এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments