ভর্তি পরীক্ষা শেষে ক্যাম্পাস পরিচ্ছন্নের দায়িত্ব নিলেন তারা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রথমদিন পরীক্ষা শেষে পুরো ক্যাম্পাস পরিষ্কার ও পরিচ্ছন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির সদস্যরা।

মঙ্গলবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হওয়া “এ” ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে এ কাজ করেন তারা।

এছাড়া কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির ৫০ জন সদস্য দিনব্যাপী চবির ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা করেছেন। ক্যাম্পসের বিভিন্ন মোড়ে অবস্থান করে ভর্তিচ্ছুদের পরীক্ষার হলে পৌছানোর নির্দেশনা দিয়েছেন তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়। পাশাপাশি তীব্র গরমে ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অবিভাকরদের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে পৌঁছে দেন এ সেচ্ছাসেবীরা।

প্রতিটি ভর্তি পরীক্ষায় তাদের এ সেবা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জেরিন আকতার।

এমএইচ/বাংলাবার্তা