নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির শূন্য আসনের ভর্তি সাক্ষাতকার আগামী ১৫ই ডিসেম্বর।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব অধ্যাপক মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ, বি, সি, ই ও এফ ইউনিটে যথাক্রমে ৩১, ১২, ১৩, ৫৮ ও ৭ টি এবং ডি ইউনিটে বিজ্ঞান বিভাগে ৫৮ টি, মানবিক বিভাগে ২ টি (শুধুমাত্র পরিসংখ্যান) ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২০ টি আসন শূন্য আসন হিসেবে খালি রয়েছে। এই আসনের বিপরীতে এ ইউনিট (মেরিট ৪৮৮-৬৩০), বি ইউনিট (৩১৯-৪০১) ও সি ইউনিট (৪০৬-৪৬৫)সকাল ১০ টায়, ডি ইউনিট বিজ্ঞান (৫০২-৮০২),মানবিক(১০২-২০০) ও বানিজ্য (২০২-৪০০) সকাল ১১ টায় এবং ই ইউনিট (২৫২-৭১৮) ও এফ ইউনিট(১৭৭-২০১) দুপুর ১২ টায় সাক্ষাতকারে অংশ নিবে।