চবি প্রতিনিধিঃ
কারাগারে লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে এবং জাতীয় প্রেসক্লাব এর সম্মুখে লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কতৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ বিকেল ৪ টায় ষোলশহর ষ্টেশন সংলগ্ন সড়কে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন এর নেতৃত্বে উক্ত মিছিলটি ষোলশহর ষ্টেশন চত্বর থেকে ২নং গেইট এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন এর নেতৃত্বে ও মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন জালাল এর সঞ্চালনায় উক্ত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরাফাত খাঁন, জসিম উদ্দিন, চবি ছাত্রদল নেতা আরিফুর রহমান, হেলাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় চবি ছাত্রদলের নেতৃবৃন্দ কারাগারে বন্দী অবস্থায় লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ এর মৃত্যুকে পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকান্ড অভিহিত করে বলেন সরকারের ফ্যাসিবাদি এবং স্বৈরাচারী আচরণ এতটাই জঘন্য ও হিংস্র হয়ে উঠেছে যে সরকারের বিরুদ্ধে কেউ একটা আওয়াজ তুললেই তাকে জেলে পুরে হত্যা করে। শুধু তাই নয় এই হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিভিন্ন ছাত্রসংগঠনের কর্মসূচিতে পুলিশ লেলিয়ে দিয়ে নির্বিচারে হামলা ও গ্রেফতার করে ঘৃণ্য ফ্যাসিবাদি আচরণের জানান দেয়। সুতরাং এদেশের সার্বভৌমত্ব এবং মা, মাটি ও মানুষের কল্যাণে এই স্বৈরাচারী, ফ্যাসিবাদি সরকারের পতনের নিমিত্তে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তি তথা আন্দোলনের বিকল্প নেই।
এফএম/বাংলাবার্তা