মহেশখালীস্থ চবি শিক্ষার্থীদের কথা রাখলেন সাংসদ,পেয়েছেন নতুন লাইব্রেরী

83
লাইব্রেরী উদ্বোধন কালে এমপি আশেক উল্লাহ
লাইব্রেরী উদ্বোধন কালে এমপি আশেক উল্লাহ
নিজস্ব প্রতিবেদকঃ
 
দ্বীপাঞ্চল মহেশখালির সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মহেশখালীর শিক্ষার্থীরা।
 
সাক্ষাৎ শেষে তারা মহেশখালীতে নতুন করে একটি পাবলিক লাইব্রেরী স্থাপনের দাবী জানায় তারা।
 
পরে সাংসদ আশেক উল্লাহ রফিকের নির্দেশে সেদিন থেকেই লাইব্রেরীর কাজ শুরু হয়। অবশেষে গত মঙ্গলবার(২৫আগস্ট) এই লাইব্রেরী উদ্বোধন করেন তিনি।
মহেশখালীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহির মোহাম্মদ মাহফুজ বলেন, মহেশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যখন শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলি তখন তারা একটি পাবলিক লাইব্রেরীর প্রয়োজনীয়তার কথা জানান। এরই ধারাবাহিকতায় আমিসহ কিছু আমার সহযোদ্ধা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের সাথে সাক্ষাৎ করে এ বিষয়ে কথা বলি। ওনি আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব শিগগির এলকার শিক্ষার্থীরা একটি পাবলিক লাইব্রেরী পাবে।এখন তার বাস্তবায়ন ঘটলো।
 
উল্লেখ্য যে পূর্বে এনিয়ে বাংলাবার্তা২৪এ সংবাদ প্রকাশ করা হয়।
 
এসএইচ/এফএম/বাংলাবার্ত