নিজস্ব প্রতিবেদক:
ঈদের দিন সকাল ৯টায় ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তারাকান্দা মধ্য বাজারে এই আগুনের সূত্রপাত হয়। জানা যায় আবু বকর সিদ্দিকের কাপড়ের দোকান ও চাঁন মিয়া ডোকোরেশনের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়।
আগুনের সূত্রপাত হওয়ার সময় মুসলমানরা ঈদের নামাজে অংশ গ্রহণ করে। যার ফলে চারদিকে লোকসমাগম কম ছিল। ফলে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকেরা এগিয়ে আসে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় সকাল ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেশ কয়েকটি দোকানে এই আগুন ছড়িয়ে পড়েছে। যার ফলে অনেক ক্ষয়ক্কতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকেরা এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দোকান মালিক সমিতি।
এসএস/এমএইচ/বাংলাবার্তা