এতিম ও সাধারণের মাঝে বাচ্চুর ইফতার বিতরণ


নিজস্ব প্রতিবেদকঃ


চট্টগ্রামের অলিগলিতে এখন শোনা যায় সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চুর কথা। প্রতিদিনই মানুষের দোয়ারে দোয়ারে পৌছে যাচ্ছে ত্রান সামগ্রী। এছাড়াও চালু রয়েছে ফ্রি সবজি বাজারের। এ সবজি বাজার নগরীর বিভিন্ন স্থানে দাড়ানো থাকে সেখান থেকে মানুষ চাহিদা মতো সবজি নিতে পারছে। এতে করে দেশজুড়ে সাড়া পেলেছেন এ সাবেক ছাত্রলীগ নেতা।


অনেকেই আরশেদুল আলম বাচ্চুর এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার সুনাম লিখে স্টেটাস দিয়েছেন।
দেশে করোনা পরিস্থি ভয়াবহ আকার ধারন করার আগ থেকেই সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন সাবেক এ ছাত্রলীগ নেতা।


তারই ধারাবাদিকতায় সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চুর সার্বিক সহায়তায় এতিম শিশুদের ও সাধারণদের মাঝে ইফতার বিতরণ করেছে এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।


আরশেদুল আলম বাচ্চু বলেন,করোনা পরিস্থিতি যতদিন উন্নতি হবেনা ইনশাল্লাহ আমরা আছি আপনাদের পাশে।

তিনি আরো বলেন, যাদের মূলত ত্রাণ প্রয়োজন কিন্তু চাইতে পারছেন না, তারা ফোন করে যোগাযোগ করলেই পরিচয় গোপন রেখে তাদের বাসায় বিভিন্ন খাবারের ১০ কেজির প্যাকেট পৌঁছে দিচ্ছে থানাভিত্তিক প্রতিনিধিরা। সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের নাম ও নাম্বারসহ দিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা