স্বাস্থ্যমন্ত্রী ও আইইডিসিআর নিয়ে ফেইসবুকে বিষোদগার, আটক ১

নিজস্ব প্রতিবেদক

ফেইসবুকে করোনাভাইরাস নিয়ে বিষোদগার করে স্ট্যাটাস দেওয়ায় কক্সবাজারে এক জনকে আটক করেছে র‍্যাব-১৫।
বৃহস্পতিবার দিবাগত রাতে ঝাউতলা গাড়ির মাঠ এলাকার ২ নম্বর গলির ১১ নম্বর বাড়ির সাকুরা ভবন থেকে র‍্যাব তাকে আটক করে।


আটক রাশেদুল আমিন’র (৪৩) বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জের ইসলামপুর ইউনিয়নের পালপাড়া। পিতার নাম নুরুল আমিন।


তিনি প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী , আইইডিসিআর এর পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে চলমান করোনা ভাইরাসজনিত সংকটে বিষোদগার করে ফেইসবুকে স্ট্যাটাস দেন। তার বিরুদ্ধে ‘সিরাজ সিকদার’ নামীয় একটি ফেইসবুক আইডি থেকে করোনা ভাইরাস সংক্রান্ত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। একইসাথে তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।


কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির জানান, আটক রাশেদুল আমিনকে বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ১৫/২৯/৩১ নম্বর ধারায় র‍্যাব-১৫ এর নায়েব সুবেদার শ্রী সুকুমার রায় বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলায় দায়ের করেছে। মামলা নম্বর ০২/২০২০ ইংরেজি। মামলাটি গ্রহন করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কবির।


এমএম/ এমএইচ/ বাংলাবার্তা