মসজিদ বন্ধ নয়, আক্রান্তরা মসজিদে যাবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক


বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে ইতোমধ্যেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জায়গায় গণজমায়েত, মিটিং-মিছিল, পর্যটন স্পটগুলোও বন্ধ করা হয়েছে। আর এর মধ্যেই দাবি উঠেছে মসজিদ বন্ধ করে দেয়ার।
তবে এই দাবির সাথে দ্বিমত পোষন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। দেশের মসজিদ বন্ধ করার মোটেও পক্ষে নন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, মসজিদ বন্ধ থাকবে না, আক্রন্তরা মসজিদে যাবে না। মসজিদ মসজিদের মতো চলবে। নিয়মিত ইবাদত হবে।


এমএম/এমএইচ/বাংলাবার্তা