স্পোর্টস ডেস্ক
যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করলো বাংলাদেশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। বোলারদের জাদুতে মাত্র ১৭৭ রানে অলআউট হয় ভারত।
বাংলাদেশ যুবা টাইগারদের প্রথম ফাইনাল হলেও ভারতের ষষ্ঠ, টানা তৃতীয় ফাইনাল এটি। এর আগে ভারত ৬ বার ফাইনাল খেলে মোট ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান চ্যাম্পিয়নও ভারত।
এদিকে ব্যাট করে ভারতের ওপেনার জেসওয়াল ৮৮, তিলাক ভার্মা ৩৮, ধরুভ জুরেল ২২ রান করেন। এছাড়া বাকী ৮ জনের কেউই দুয়ের অঙ্ক ছুঁতে পারেনি।
বোলিংয়ে বাংলাদেশের অভিষেক দাস ৩, শরিফুল ইসলাম ২, সাকিব ২ ও রাকিবুল হাসান ১ উইকেট নেন।
ব্যাটিংয়ে বাংলাদেশের ওপেনার পারভেজ হোসাইন ইমন ৪৭, অধিনায়ক আকবর আলীর ৪৩ ও তানজিদ হাসানের ১৭ রানে ভর করে জয়ের ধারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ।
বোলিংয়ে ভারতের সর্বচ্ছ ৪ উইকেট শিকার করেন রাভি বিষ্ণয় । এছাড়া শুশান্ত মিশরা ২, জেসওয়াল ১ টি করে উইকেট নেন।