বিশেষ প্রতিনিধিঃ
নিজের জীবন বাজি রেখে কুমিরা জেলে পাড়া থেকে সীতাকুন্ড থানা পুলিশকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা। কর্মক্ষেত্রে এমন অসম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পেয়েছেন তিনি।
রোববার (০৫ জানুয়ারি) সকালে রাজারবাগে এই পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মশিউদ্দৌলা রেজা এই বীরত্বপূর্ণ কাজ ছাড়াও উদ্ধার করেছেন ৬০ কেজি স্বর্ণের চোরাচালান, অবৈধ অস্ত্র। আটক করেছেন ডাকাত দলকে। এছাড়াও বছর জুড়ে অনেক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততার পরিচয় দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বছরজুড়ে এমন সাহসিকতাপূর্ণ কাজের
জন্য পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্যাজ পড়িয়ে
দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১৪ জন বাংলাদেশ পুলিশ
মেডেল (বিপিএম- সাহসিকতা), ২০ জন রাষ্ট্রপতি পুলিশ মেডেল (পিপিএম-সাহসিকতা), ২৮ জন
বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) ও ৫৬ জন
রাষ্ট্রপতি পুলিশ মেডেল (পিপিএম-সেবা) রয়েছেন।