বিশেষ প্রতিদিধিঃ
বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ সংগঠনের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আজ। এ উপলক্ষ্যে জাতির জনকের যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় ছাত্রলীগের উপহার হিসেবে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে।
আজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে এমন ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, তাদের ভারমুক্ত করতে ছাত্রলীগের অভিভাবক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এই অনুরোধের প্রেক্ষিতে তাদের ভারমুক্ত ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রসঙ্গত, গত বছরের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে তাদরে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
একই সঙ্গে তখনকার বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। সেই থেকে ছাত্রলীগের শীর্ষপদ দুটি ভারপ্রাপ্ত অবস্থায় থাকে। অবশেষে আজ ভারমুক্ত হলেন তারা।