নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের হাটহাজারীতে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ অমান্য করায় বিদেশ ফেরত ১ প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।
বুধবার (১৮ মার্চ) বিকালে প্রবাসীর নিজ বাড়িতে গিয়ে সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ ও হাটহাজারী মডেল থানার পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।
এ বিষয়ে ইউএনও রুহুল আমিন বলেন, প্রবাসী প্রশাসনের বেঁধে দেয়া ১৪ দিনের কোয়ারেন্টিনে যাওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। জনসচেতনতার জন্য এ অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য এটি আরো জোরদার করা হবে।
এমএম/এমএইচ/ বাংলাবার্তা