নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের জনপ্রিয় ফেসবুক গ্রুপ Sandwip-1 গ্রুপ আয়োজন করতে যাচ্ছে ‘মাস্টার প্ল্যানার ‘ নামে বিশেষ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় মাধ্যমে আজকের ও আগামীর সন্দ্বীপ নিয়ে বিশেষ লিখা আহবান করা হবে।
জানা যায়, মূলত সন্দ্বীপের বিদ্যমান সমস্যা ও আগামীতে সন্দ্বীপকে একটি আন্তর্জাতিক মানের আইল্যান্ডে পরিণত করতে এ পদক্ষেপ। যার লিখা ‘মাস্টার প্ল্যানার’ হিসেবে বিবেচিত হবে তাঁর লিখা জাতীয় পত্রিকায় প্রকাশের পাশাপাশি পৌঁছে দেওয়া হবে মাননীয় সংসদ সদস্যের কাছে যার মাধ্যমে সমাধান হবে সন্দ্বীপের যাবতীয় সমস্যা। উন্মোচিত হবে আধুনিক সন্দ্বীপ গড়ার পথ।
লিখার বিষয়বস্তু
আধুনিক সন্দ্বীপ ও নাগরিক ভাবনা
লিখা পাঠানোর শেষ তারিখ- ১৫ এপ্রিল, ২০২০
লিখা পাঠানোর ঠিকানা- Shah.newaz205@gmail.com
বিজয়ী পাবেন- সম্মাননা স্মারক ও নগদ পাঁচ হাজার টাকা।
রেজিস্ট্রেশন ফি- ১০০ টাকা
রেজিস্ট্রেশন করার নিয়ম- YES <Name> Phone No and send to 01557312466
ফি প্রদানের নিয়ম- বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে 01825913178 নাম্বারে।
শর্তাবলি
১) সন্দ্বীপের নাগরিক কিংবা সন্দ্বীপ বংশোদ্ভূত হতে হবে।
২) রেজিস্ট্রেশন ফি প্রদান ব্যতীত লিখা বাতিল বলে ঘোষিত হবে।
৩) একই নাম ব্যবহার করে একাধিক লিখা বাতিল বলে ঘোষিত হবে এবং পরবর্তী যে-কোন প্রতিযোগিতায় অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবে।
বাংলাবার্তা/এমএম/ এমএইচ