নিজস্ব প্রতিবেদক:
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী মারা গেছেন। সোমবার (৬ জুলাই) বিকালে আসরের নামাজের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন শহরে থাকলেও তার নিজ বাড়ী চট্রগামের আনোয়ারা থানা চাঁপাতলী গ্রামে।
হাজারো আলেমের শিক্ষক মুফতি নঈমী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে তিনি শায়খুল হাদীসের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আহলে সুন্নত ওয়াল জামায়াতের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।
পারিবারিক সুত্রে জানা যায়, শেরে মিল্লাত কয়েকদিন বাসায় অযু করার সময় পানির কলে হাতে ব্যথা পান। এর মধ্যে তিনি সুস্থ হয়ে উঠেন। সোমবার বিকাল ৫টার দিকে আসর নামাজের প্রস্তুতিকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর শ্যামলী আবাসিক এলাকার বাসায় অসুস্থতাবোধ করেন। এ সময় তাঁর শরীরে রক্তচাপ বেড়ে যায়। শহরে জানাজা শেষ করে তার নিজ এলাকা আনোয়ারায় বটতলী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠানের আয়োজনের চেষ্টা চলছে।
এমএম/এমএইচ/বাংলাবার্তা