নোবিপ্রবি প্রতিবেদক:
সাইফ উদ্দিন সাইফ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংবাদিকতা আর লেখালেখিতে যার ব্যস্ত সময় কাটতো। শারীরিক অসুস্থতা হঠাৎ থামিয়ে দিয়েছে তার সেই ব্যস্ততা। পড়াশোনা, খেলাধুলা, লেখালেখি আর সাংবাদিকতা সবকিছু থেকেই তিনি এখন দূরে।
সদা হাসিখুশি আর প্রাণবন্ত থাকা এই মেধাবী ছাত্রের এখন সময় কাটছে নানা দুশ্চিন্তা আর উৎকণ্ঠায়। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। সাইফের কিডনি ট্রান্সপ্লান্ট করতে প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন। এত টাকা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
সাইফ জানান, গত ২৮ মার্চ থেকে হঠাৎ করে মাথা ব্যাথা, বমিসহ নানা শারীরিক অসুস্থতা দেখা দেয় তার। কিন্তু দেশব্যাপী চলমান করোনাভাইরাস দুর্যোগের কারণে গ্রাম্য ডাক্তারের কাছেই চলে তার চিকিৎসা। এরপর ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে পরিক্ষা করে তিনি জানতে পারেন তার দুটি কিডনি ইনফেকশন হয়ে প্রায় শেষ অবস্থায়। পরে নোয়াখালী থেকে ইমার্জেন্সি ঢাকার উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রখ্যাত নেপ্রোলজিস্ট ডা. ইউশা আল আনসারীর অধিনে চিকিৎসা নেন তিনি। সবশেষে জানানো হয়,তার কিডনি ট্রান্সপ্লান্ট করা আবশ্যক। দুটি কিডনিতেই সমস্যা তার। জরুরি ভিত্তিতে একটি কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কিডনি ট্রাসপ্লান্ট করতে তার দরকার ১২ লাখ টাকা।
সাইফের বাবা মো. সাহাব উদ্দিন বলেন, আমার ছেলের কিডনি ট্রান্সপ্লান্ট করতে প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা আমাদের পরিবারের পক্ষে অসম্ভব। নোবিপ্রবি প্রশাসন এবং দেশের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে আমি আমার ছেলেকে বাঁচাতে পারব।
সাইফের সহপাঠী আহসান হাবিব বলেন, ‘মধ্যবিত্ত ঘরের একজন ছেলে অত্যন্ত হাসি-খুশি ও প্রাণবন্ত ছিল সবসময়। কিন্তু হঠাৎ এত বড় দুঃসংবাদ পাবো কখনোই ভাবতে পারিনি। আমি চাই আমার বন্ধু আবারও আমাদের মাঝে আগের মতোই ফিরে আসুক। এসময়টাতে তার পরিবারের পাশে দাঁড়ানোর সর্বাত্মাক চেষ্টা করছি আমরা এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীদের কাছে আকুল আবেদন আপনারাও সাইফের পাশে থেকে সহযোগিতা করবেন। নিশ্চয় সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করবেন।
সাইফকে সহযোগিতা করতে…
বিকাশ -০১৬৩৬-৭০৭১৪৯ (পার্সোনাল)
নগদ-০১৭৭১-৯৬২০৯৪ (পার্সোনাল)
এমডি/এমএইচ/বাংলাবার্তা