নুরকে সতর্ক করলেন রিয়াজ হায়দার চৌধুরী

310
নিজস্ব প্রতিবেদকঃ
 
৭১ টেলিভিশন বয়কট প্রসঙ্গে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরের আস্ফালনের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন সাংবাদিকদের সংগঠন বিএফইউজে’র সহসভাপতি পেশাজীবী ও নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পেজ থেকে প্রকাশ করা ভিডিও বার্তায় উষ্মা প্রকাশ করে তিনি বলেন,”ধর্ষণ মামলায় পুলিশের খাতায় ‘পলাতক’ আসামী হওয়া সত্ত্বেও ভিপি নুরের ঢাকায় প্রকাশ্য সমাবেশে বক্তৃতার বিষয় নিয়ে বিস্ময়কর !
 
তিনি আরও বলেন, একজন সদ্য সাবেক ছাত্রনেতা কিংবা ছাত্রনেতা কোন পর্যায়ে, কিভাবে কথা বলবেন, সেটিও কিন্তু বিবেচনার দাবি রাখে। গণতন্ত্র মানে এই নয় যে অন্যের সুনামহানি কিংবা ভোগান্তির কারণ হয়ে ওঠা ।
 
ডাকসু নির্বাচনকালে নিজের প্রকৃত পরিচয় আড়াল করেছেন বলেও ভিপি নুরের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি।
 
তিনি বলেন,’একজন বিবাহিত ও সন্তানের জনককে প্রকৃত পরিচয় না জেনেই হয়তো শিক্ষার্থীরা ভোট দিয়েছিলেন’।
 
উল্লেখ্য যে, টানা ২০ বছর সাংবাদিক ও পেশাজীবী নেতৃত্ব দেয়া রিয়াজ হায়দার গণজাগরনসহ দেশের প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক চেতনার আন্দোলন এবং গণমাধ্যম ও মানবাধিকার নিয়ে সংগ্রাম করেছেন।
 
বাংলাদেশের সাংবাদিকদের শীর্ষ জাতীয় সংগঠন ‘বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে’র সহ সভাপতি রিয়াজ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতিও ছিলেন ।
এসএস/এফএম/বাংলাবার্তা