নিজস্ব প্রতিবেদক
কভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে দেশে জরুরি অবস্থা জারি করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।
আইনজীবী শিশির মুনীর, আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে এ আবেদন করেন। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ আবেদনপত্র গ্রহণ করেছে।
দেশে এখন পর্যন্ত ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন একজন।
এমএম/এমএইচ/ বাংলাবার্তা