ছাত্রলীগ নেতা কায়ছারের নেতৃত্বে বৃক্ষ রোপন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে তিন মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

‘মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপনে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটের নেতাকর্মী আগামী তিন মাসের (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) মধ্যে কমপক্ষে তিনটি (বনজ, ফলজ ও ভেষজ) বৃক্ষরোপণ করবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৪ টায় কক্সবাজার জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক কায়ছার চৌধুরী রুবেল কক্সবাজার জেলা সদরে এ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন।

কায়ছার চৌধুরী রুবেল বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী যেকোনো দুর্যোগ ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, সৃষ্টির বুকে প্রাণিকূলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা, খরা, ঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, ওজনস্তর ক্ষয়, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন, শব্দদূষণ, মাটিদূষণ, পানিদূষণ, বায়ুদূষণ প্রতিরোধ করে। এক কথায় প্রকৃতির অমূল্য ও প্রধান সম্পদ হচ্ছে বৃক্ষ। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে, উঁচু-নিচু পতিত জমি, রাস্তার পাশে, নদীর পাড়ে গাছ লাগানো অতীব গুরুত্বপূর্ণ।

রুবেল বলেন, ‘মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ধারাবাহিকতায় কক্সবাজার জেলা সদর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশেপাশের এলাকায় ইতিমধ্যে পাঁচশত গাছের চারা রোপণ করা হয়েছে। আজ থেকে আগামী তিন মাসে আরও ১ হাজার গাছের চারা রোপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মির্জা ওবাইদ রুমেল, সহ সম্পাদক কফিল উদ্দীন সিকদার, জেলা ছাত্রলীগ নেতা ইমরুল কাদের, উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান চৌদরী চমকসহ আরো অনেক ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা