চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের উদ্যোগে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার(২৯ মে) সকালে চট্টগ্রাম কলেজের শহীদ অবনী মোহন দত্ত অডিটরিয়ামে এ জন্মবার্ষিকী পালিত হয়।
চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শামীমা বেগমের সভাপতিত্বে ও একই বিভাগের প্রভাষক আশরাফ তারেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া, শিক্ষক পরিষদের সম্পাদক সুবীর হালদার মুখ্য আলোচক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো. মনিরুল ইসলাম, মো. মনির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম সাইক, আব্দুল্লাহ আল সাইমন, মামুনুর রশিদ নীরব, জাহেদ হাসান সাইমন, মহিউদ্দিন বাপ্পি, মাসুদ রানা, গিয়াস উদ্দিন সাজিদ, ওয়াহিদুর রহমান সুজন, অর্নব দেব, রাশেদুর রহমান, কায়েস মাহমুদ, ইয়াসির আরাফাত রিকু, আব্দুর রাজ্জাক, মোস্তফা আমান, সৈয়দ মোস্তফা সাদিক রিজভী, শাহজাদা শাহরিয়ার সাকিব, সিরাজুম মনির, ইমরুল হাসান, সুলভ বড়ুয়া, রুবেল হোসেন মুন্না প্রমুখ।