আন্তর্জাতিক ডেস্ক:
উগান্ডা পূর্ব আফ্রিকার একটি দেশ। সম্প্রতি সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে রক্ষা পায়নি এ দেশটিও। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন। তবে কোনো মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি।
করোনা প্রতিরোধে বিভিন্ন দেশ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। উগান্ডাও পিছিয়ে নেই। করোনা প্রতিরোধে উগান্ডা একটি ভিন্নধর্মী উদ্যোগ গ্রহন করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ব্যতিক্রমী এক উদ্যোগে সফলও হয়েছে উগান্ডা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, করোনা ছড়িয়ে পড়ার পর দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় সকল যাত্রীর শরীরে এক ধরনের জীবানুনাশক ছিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। যার ফলে করোনায় আক্রান্ত কোনো রোগীই তাদের দেশে প্রবেশ করতে পারেনি। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ব্যতিক্রমী এক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে উগান্ডা।
এমএম/ এমএইচ/ বাংলাবার্তা