ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা!

বিশেষ প্রতিনিধিঃ

মার্কিন সেনারা ইরাকের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে। তারা বলেছে, ইরাক থেকে মার্কিন বাহিনীর একটি অংশ প্রত্যাহার করতে আমরা রাজি। এর আগেও মার্কিন বাহিনী সব সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল।

রবিবার অনলাইন ওয়েবসাইট মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে। আইন আল-আসাদ হচ্ছে ইরাকে অবস্থিত মার্কিন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি যেটি পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে অবস্থিত। সম্প্রতি ওই ঘাঁটিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্যাপক হামলা চালায়।

গত সপ্তাহে জর্দানের রাজধানী আম্মানে কানাডার রাষ্ট্রদূতের বাসায় অত্যন্ত গোপনীয়তার সাথে দুপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। ওই বৈঠকের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মিডল ইস্টকে এ তথ্য জানিয়েছে।

এদিকে, মার্কিন সামরিক বাহিনীর একজন প্রতিনিধি ইরাকি পক্ষকে বলেছেন, ইরাকের শিয়া অধ্যুষিত এলাকাগুলো ছাড়তে প্রস্তুত রয়েছে মার্কিন সেনারা।

সূত্র:পার্সটুডে