৪ সপ্তাহের লকডাউনে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই এর সংক্রমণ থেকে রক্ষা পেতে আরও ৪ সপ্তাহ লকডাউনে থাকবে পুরো নিউজিল্যান্ড। লকডাউনের সময় স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।


অতি জরুরি নয় এসব সব ব্যবসা ও সেবা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া নিউজিল্যান্ডের নাগরিকরা বাসায় অবস্থান করবেন।
দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দান দেশটিতে করোনা সতর্কতা ৩ থেকে বাড়িয়ে ৪ করেছেন। লকডাউনের কারণে হাজার হাজার নাগরিকের প্রাণ বেঁচে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এসএস/এমএইচ/বাংলাবার্তা