নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম হাটহাজারী মেখল ইউনিয়নের আব্দুল মজিদ সারাং বাড়িতে (২ মার্চ) সোমবার সন্ধ্যার পর ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এ সময় অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে প্রায় ২০লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ধারনা করছেন স্থানীয়রা। গ্যাসের চুলার মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন গিয়ে আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে সালাউদ্দিন, হাসান, হোসেন ও মামুনের বসতঘর সম্পূর্ণ এবং ফয়জুল্লাহ’র ঘর আংশিক পুড়ে যায়।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা জাকের হোসেন বলেন, অগ্নিকান্ডের সূত্রপাত গ্যাসের চুলা থেকে। ক্ষতিপূরণ ৫লক্ষ টাকা হলেও ২০লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
এদিকে ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস প্রদান করেন বলে জানা গেছে।
বাংলাবার্তা/ এসএস/ এমএইচ