নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট। জানা যায় স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। যা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত।
এর আগে সংগঠনের সদস্যরা তাদের নিজস্ব অর্থায়নে তারাকান্দার শতাধিক দরিদ্র পরিবারের হাতে এাণ তুলে দেয়। এাণ বিতরণে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার নির্বাহী অফিসার চিত্রা শিকারী ।
সংগঠনটির সভাপতি সুহানুর রহমান সোহান বাংলাবার্তাকে বলেন, আমরা গত ৬ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী ম্যামকে সাথে নিয়ে শতাধিক দরিদ্র পরিবারকে এাণ বিতরণের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করি।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, আমাদের সংগঠনের সদস্যরা তারাকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়নে বিস্তৃত। যার ফলে প্রতি সদস্য তার নিজ ইউনিয়নে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।
জানা গেছে স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা দিদারুল আলম এর নির্দেশনায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।
এসএস/এমএইচ/বাংলাবার্তা