বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে কমপক্ষে ১০ রোহিঙ্গা শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মেইন পিলার-৩৪ এলাকায় মিয়ানমারের অভন্তরে একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি মিয়ানমার সেনাবাহিনী বা আরাকান আর্মি।
স্থানীয়দের ধারণা অঞ্চলটি নিয়ন্ত্রণে রাখা আরাকান আর্মির পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণেই শিশুদের মৃত্যু হয়।