নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৮৫ বছর বয়সী এক নারী মারা গেছেন। এদিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় ৩২ বছর বয়সের আরো একজন করোনা রোগীর সনাক্ত করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি সিদ্ধিরগঞ্জ মিজমিজি পূর্বপাড়া এলাকায় থাকতেন।
পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, তিনি করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হলে গতকাল (১২ এপ্রিল) তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে আজ সকালে তিনি মারা যান। নমুনায় তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে (করোনা পজিটিভ)।
এর আগে জেলায় মোট ১১ জন মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা ১২।
এসএস/এমএইচ/বাংলাবার্তা