সাতক্ষীরায় করোনায় আক্রান্ত আরও ১৫ জনের, মৃত্যু এক

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় নতুন করে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তারসহ ছয়জন রয়েছেন। আর মৃত্যু হয়েছে একজনের। সাতক্ষীরায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৭৬ জন।
 
রোববার (২৮ জুন) সন্ধ্যায় ১৫ জনের করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত সরকার।
 
করোনায় নতুন শনাক্তরা হলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে ডা. রাজিব সরদার (৩৬), একই প্রতিষ্ঠানের বজলুর রহমান (৪৮), জি এম মাসুদুর রহমান (২০), দেলোয়ার হোসেন (৪৭), মোঃ হাফিজুর রহমান (৫৮), ও আব্দুল মজিদ মোল্লা (৫৮)। এছাড়া, এক পুলিশ সদস্যের স্ত্রী আঁখি(২৫), সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র এস,কে ইব্রাহিম (২৩), পৌরসভার সুলতানপুর এলাকার কাজী আব্দুল মতিন (৭৫), (শনিবার রাতে মারা গেছেন), দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের চন্দ্রশেখর (৫৫), শহরের মুনজিতপুরের মাসুদ ইকবাল (৪১),
সদর উপজেলার মুস্তাসিম বিল্লাহ (৪০), রোকসানা (২২), মীর্জা রজব আলী (৫৫) ও সোফিনা খাতুন (৭০)।

এসএস/এমএইচ/বাংলাবার্তা