সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
 
করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার মধ্যরাতে ও সোমবার সকালে তারা মারা যান।
 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার জানান, মারা যাওয়া উভয়ের করোনার উপসর্গ ছিল। তারা করোনায় আক্রান্ত কিনা সে ব্যাপারে পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়েছে।
 
এদিকে সাতক্ষীরা জেলায় বর্তমানে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার জানান, সাতক্ষীরা মেডিকেলে মৃত্যু দুই ব্যক্তিকেই স্বাস্থ্যবিধি মেনেই তাদের দাফন সম্পন্ন করা হবে।
 
এসএস/এমএইচ/বাংলাবার্তা