নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২০-২১ অর্থবছরে ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৩২৯ টাকা ৯২ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) জন্য ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার (২০ জুন) দুপুরের দিকে নগর ভবনের অ্যানেক্স সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র এ বাজেট ঘোষণা করেন ।
বাজেট বক্তব্যে মেয়র বলেন, নগরীকে বাসযোগ্য করতে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। সরকারের কাছে বড় প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে। শিগগিরই সেগুলো অনুমোদন হয়ে যাবে। এবারের বাজেটে আয় ও ব্যয় সমান ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, এবার বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি। এটি একটি উন্নয়নমুখী বাজেট। বাজেটে শহরের সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া অবকাঠামো উন্নয়ন এবং এগুলোর রক্ষণাবেক্ষণে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। সুনির্দিষ্ট নয়টি কর্মকৌশল সামনে রেখে এ বাজেট দেওয়া হয়েছে।
এসএস/এমএইচ/বাংলাবার্তা