Thursday, November 13, 2025
Homeবিভাগচট্টগ্রামরহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তালেব আলী

রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তালেব আলী

বাংলাবার্তা প্রতিবেদন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে মো. তালেব আলীকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী সই করা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০০৯ এ বর্ণিত ৩৯ এর আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।

তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক সচস্য সচিব, ইয়াছমিন আকতারকে অভিভাবক প্রতিনিধি ও মো. হারুন চৌধুরী শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments