চবি প্রতিনিধিঃ
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় ও মুজিববর্ষকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। তারা নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অসুসারী ছাত্রলীগ কর্মী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। ভারতের মতো শক্তিশালী দেশকে টপকিয়ে চ্যাম্পিয়ন হওয়া এটাই প্রমাণ করে যে বাংলাদেশ আর পিছিয়ে নেই। সামনের দিনে ক্রিকেটারদের জন্য এটি
অনুপ্রেরণা হয়ে থাকবে।’
বক্তারা আরো বলেন, ‘বাংলাদেশ এই প্রথম কোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করলো। এটি আমাদের জন্য বড় পাওয়া। বাংলাদেশ
যে পারফরমেন্স দেখিয়েছে তা ভুলবার মতো না। আশা করছি তাদের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ, ছাত্রলীগ নেতা মইনুল, এস এ বাপ্পী প্রমুখ।