মৃত্যুর ৩ দিন পর এলো করোনা টেস্টের রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক:

করোনার উপসর্গ নিয়ে গত মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আড়াইটায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয় মোজাম্মেল হক। এর আগে ১৪ জুন তিনি করোনা টেস্ট করালেও করোনার রিপোর্ট আসে মৃত্যুর তিনদিন পর ১৯ জুন।

রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত ছিলেন তিনি। দেরিতে রিপোর্ট আসায় জানাজার আগেও জানা যায়নি তার করোনায় আক্রান্তের বিষয়টি।

নিহত মোজাম্মেল হকের বাড়ি কাপাসিয়া উপজেলার সম্মানিয়া ইউনিয়নের চরনিলক্ষী গ্রামে। তার স্ত্রী পল্লী বিদ্যুতে চাকুরীর সুবাধে দীর্ঘ দিন ধরে তিনি নরসিংদী জেলার মনোহরদীতে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

জানা যায়, মৃত্যুর ৫/৬ দিন আগ থেকে কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন মোজাম্মেল হক। গত রোববার মোজাম্মেল হকের নমুনা সংগ্রহ করা হয়। আজ তার ফলাফল পজেটিভ আসে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা